ফিদে
ফেডেরাসিওঁ ইন্তারনেসিওনাল দে ইশেক (ফরাসীঃ International Chess Federation - FIDE) যা বিশ্ব দাবা সংস্থা (ফিদে/ফিডে) নামে পরিচিত বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দাবা ফেডারেশনকে নিয়ন্ত্রণকারী একটি আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠন বিভিন্ন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় পরিচালনা কমিটির দায়িত্ব পালন করে। বিশ্ব দাবা সংস্থা ফিদে নামেই বিশ্বব্যাপী সমধিক পরিচিত। উইকিপিডিয়া দ্বারা উপলব্ধ-
1